পেঁয়াজের দাম বেশি কারণ মৌসুমের শেষ: কৃষিমন্ত্রী
১১ অক্টোবর ২০২১ ১৭:৫২ | আপডেট: ১১ অক্টোবর ২০২১ ১৯:২৭
ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এখন পেঁয়াজের দাম কিছুটা বেশি, কারণ মৌসুমের শেষ দিক। তবে কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম আবার কমে আসবে। উৎপাদন বেশি হলে চাষীরা দাম পায় না। এবার উৎপাদন বেশি হয়েছে। সে কারণে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছি। ফলে চাষীরা ভালো দাম পেয়েছেন। এ কারণে সামনের মৌসুমে তারা আরও বেশি পেঁয়াজ উৎপাদন করবেন। আমরা কৃষিকে লাভজনক করতে চাই।
সোমবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে ‘শাকসবজি, আলু, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত খসড়া রোডম্যাপ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুরগি ও ডিমের দাম অনেক কম। অনেক দিন ধরেই খামারিরা দাম পাচ্ছে না। আলুর সমস্যাও ২ বছরের মধ্যে সমাধান হবে। আমরা নতুন জাত নিয়ে এসেছি। নতুন জাত জপপ্রিয় হলে আলুর উৎপাদন দ্বিগুণ হবে। নতুন জাতে দেশে আলুর উৎপাদনে বিপ্লব ঘটবে।’ কৃষিপণ্যের রফতানি বৃদ্ধিতে কৃষি মন্ত্রণালয় রোডম্যাপ তৈরি করেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার।
এসময় শাকসবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানি বৃদ্ধিতে প্রণীত খসড়া রোডম্যাপ উপস্থাপনা করেন কৃষি বিপণন অধিদফতরের উপ-পরিচালক (উপসচিব) ড. মোহাম্মদ রাজু আহমেদ এবং আলু রফতানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত খসড়া রোডম্যাপ উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের গবেষণা সেলের প্রধান সমন্বয়কারী ড. মো. রেজাউল করিম।
সারাবাংলা/ইএইচটি/এমও