Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২১ ০৮:৪০ | আপডেট: ১১ অক্টোবর ২০২১ ১০:৩৬

প্রতীকী ছবি

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বাজারে গতকাল রোববার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মিস্ত্রির নাম মমিনুর রহমান (২২)। তিনি ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বাজারে মমিনুর রহমান একটি দ্বিতীয় তলা ভবনে কাজ কর ছিলেন। ওপর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে সঙ্গে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনাটি ইতোমধ্যে জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

সারাবাংলা/এনএস

টপ নিউজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রঙমিস্ত্রি