Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়ানোর হুমকি, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ২৩:০৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ২৩:০৮

অভিযুক্ত ধর্ষক খোকন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে কিশোরীকে ধর্ষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ধারণ করা ভিডিও ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১০ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার মো. খোকন (২৮) সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার চৌধুরীপাড়ার জালাল আহমেদের ছেলে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে জানান, আক্রান্ত তরুণীর বয়স ১৭ বছর। গত ৫ অক্টোবর তার মা বাদি হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, তার মেয়েকে ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ধারণ করে অভিযুক্তরা। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদের হেনস্থা করার হুমকি দিয়ে আসছিল।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। মামলার এক নম্বর আসামি খোকনের অবস্থান শনাক্ত করে রোববার দুপুরে অভিযানে যান র‌্যাব সদস্যরা। তাদের দেখে খোকন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম

কিশোরী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর