Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোর মিছিলের সেবা সপ্তাহে রক্তদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ২০:৫৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ২১:৪০

ঢাকা: লায়ন্স ক্লাব ঢাকার আলোর মিছিলের সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেছেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন নাসিম মাহমুদ।

রোববার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স ভবনে লায়ন্স ক্লাব অব ঢাকার আলোর মিছিলে, জেলা ৩১৫ বি-৩-এর উদ্যোগে এই রক্তদান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট রক্ত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন নাসিম মাহমুদ বলেন, ১ অক্টোবর থেকে আমাদের সেবা সপ্তাহ শুরু হয়েছে। তবে আমাদের সেবা সপ্তাহ আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। পৃথিবীজুড়ে ১ অক্টোবর থেকে সেবা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি চলছে। একইভাবে আমারাও নানা ধরনের সেবা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছি। আজ স্বতঃস্ফূর্তভাবে অনেকে রক্ত দিয়েছেন। লায়ন্স ক্লাবের আলোর মিছিলের রক্তদান কর্মসূচি দেখে অনেকেই রক্তদানে উদ্বুদ্ধ হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, দেশব্যাপী আমাদের সেবা কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। সারাদেশে আমাদের ১০০টি ক্লাব আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে। বর্তমানে আমরা রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আগামী দিনেও লায়ন্স ক্লাবের সেবা অব্যাহত থাকবে।

আলোর মিছিলের সেক্রেটারি লায়ন কামরুল হাসান খন্দকার বলেন, আলোর মিছিলের সেবামূলক কার্যক্রম সারাবছর ধরে চলতে থাকে। আমরা প্রতিমাসেই রক্তদানসহ নানা ধরনের সেবামূলক কর্মসূচি পালন করে থাকি। আলোর মিছিল সারাবছর জনগনের কল্যাণে কাজ করে থাকে।

বিজ্ঞাপন

লায়ন্স ক্লাব ঢাকা আলোর মিছিলের সভাপতি লায়ন জামাল উদ্দিন আহমেদ বলেন, সেবা সপ্তাহ উপলক্ষে আজ (রোববার) আমরা রক্তদান কর্মসূচি পালন করেছি। আমাদের সেবা সপ্তাহ আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। আলোর মিছিল সবসময় জনগণের কল্যাণে কাজ করে। ভবিষ্যতে আমাদের সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।

জেলা কেবিনেট সেক্রেটারি ডা. কাজী মাযহারুল ইসলাম দোলন বলেন, বাংলাদেশে লায়ন্স ক্লাবকে কয়েকটি জেলায় ভাগ করা হয়েছে। আমাদের জেলা হলো বি-৩। এতে সাড়ে চারশ চিকিৎসক নিয়োজিত রয়েছেন। আমরা নানা ধরনের চিকিৎসাসেবা দিয়ে থাকি। সারাবছর ধরে আমাদের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো চালু থাকে। যেমন— আমরা বন্যার্তদের সহায়তায় কাজ করি। কোভিড-১৯ চলাকালে আমরা দিন-রাত পরিশ্রম করে জনগণকে সেবা দিয়েছি। দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করেছি। অন্ধ কল্যাণ সমিতির সঙ্গে কাজ করেছি। আমরা জনসেবামূলক যত কর্মকাণ্ড রয়েছে সবগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা করে থাকি।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রথম জেলা গভর্নর লায়ন অধ্যাপক সিরাজুল হক চৌধরী, দ্বিতীয় জেলা গভর্নর ফারহানা নাজ ও অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন সাব্বির মুহাম্মদ সায়েম।

আলোর মিছিলের অক্টোবর সেবা সপ্তাহের রক্তদান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে জেলা কেবিনেট ট্রেজারার প্রকৌশলী ফেরদৌসা হাসান বাণী, ক্লাব সভাপতি লায়ন জামাল উদ্দিন আহমেদ, ক্লাব সেক্রেটারি কামরুল হাসান খন্দকার এবং জেলা ৩১৫ বি-৩-এর নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আলোর মিছিল রক্তদান কর্মসূচি সেবা সপ্তাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর