Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ করার সম্ভাব্যতা যাচাই শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ২১:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আড়াইশ শয্যার সরকারি জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উদ্যোগে মন্ত্রণালয় এ প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহদাত হোসেন হাসপাতাল এবং হাসপাতালের অব্যবহৃত জায়গা পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি এবং গণপুর্ত অধিদফতরের কর্মকর্তারা ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, শাহাদাত হোসেন জেনারেল হাসপাতালের কর্মকর্তাদের কাছে বিদ্যমান অবকাঠামো এবং সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে তিনি হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের বিষয়ে তাদের মতামত জানতে চান। তিনি উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একটি চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে পরামর্শ দেন। ওই চাহিদাপত্র পাওয়ার পর আনুষাঙ্গিক কাজ এগিয়ে নেবেন বলে তিনি কর্মকর্তাদের জানান।

জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি বলেন, ‘হাসপাতালকে কলেজে রূপান্তরের বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত সচিব পরিদর্শন করেছেন। তিনি উপমন্ত্রীকে দিয়ে একটি ডিও লেটার মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দিয়েছেন। আমরা সে অনুযায়ী উপমন্ত্রীর সঙ্গে বিষয়টি আলাপ করব। তিনি হয়ত চট্টগ্রামের অন্যান্য সাংসদদের সুপারিশসহ এই ডিও লেটার দিতে পারেন।’

এর আগে, গত ২৬ এপ্রিল হাসপাতাল পরিদর্শনে এসে স্থানীয় সাংসদ উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সেটিকে মেডিকেল কলেজে রূপান্তরের একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়ার বিষয়টি জানান। এরপর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি এটিকে ২৫০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাবনা পাস করে। গত জুনে স্বাস্থ্য সচিব বরাবরে হাসপাতালের তত্ত্বাবধায়ক সেটিকে মেডিকেল কলেজে রূপান্তরের আবেদন করেন। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেনারেল হাসপাতাল করোনার সংক্রমণের শুরু থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর