Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১ ২০:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. একরামুল হামিদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় তিনটি গ্রুপে মোট কৃতকার্য হয়েছে ১৫ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী। মোট অকৃতকার্য হয়েছে ১৮ হাজার ১৪৪ জন। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৬৫ জন। ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৪৪ হাজার ১৮৮ জন।

বিজ্ঞাপন

এ বছর ‘সি’ ইউনিটে কৃতকার্যের হার ৪৫.৬৬ শতাংশ, অকৃতকার্যের হার ৫৪.৩৪ শতাংশ,উপস্থিতির হার ছিলো ৭৫.৬৯ শতাংশ ও অনুপস্থিতির হার ছিলো ২৪.৩১ শতাংশ।

উল্লেখ্য, এর আগে রাবির তিনটি ইউনিটে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এসএসএ

রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর