Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএটি’তে প্রথম বাংলাদেশি নারী ফাইন্যান্স ডিরেক্টর আমান মুস্তাফিজ

সারাবাংলা ডেস্ক
১০ অক্টোবর ২০২১ ২০:২১ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ২০:২২

বিএটি বাংলাদেশের লিডারশিপ টিমে ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন আমান মুস্তাফিজ। বিএটি বাংলাদেশের ইতিহাসে তিনিই  প্রথম বাংলাদেশি নারী ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএটি জানিয়েছে, বিএটিতে ১৬ বছরের কর্মজীবনে আমান বাংলাদেশ, জাপান ও শ্রীলঙ্কায় বিভিন্ন ব্যবস্থাপনা ও নেতৃত্বদানকারী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সম্প্রতি তিনি হংকংয়ে হেড অফ ফাইন্যান্স, গ্লোবাল ট্রাভেল রিটেইল পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস অ্যাসোসিয়েশনের (এসিসিএ) একজন সক্রিয় সদস্য।

এক বার্তায় আমান বলেন, বিএটি লিডারশিপ টিমে অন্তর্ভুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি মনে করি, একটি সুন্দর ও সম্ভাবনাময় আগামী গড়তে বিএটির শেয়ারহোল্ডারদের মূল্যায়নের পাশাপাশি সমাজে অবদান রাখতে পারাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারাবাংলা/টিআর

আমান মুস্তাফিজ ফাইন্যান্স ডিরেক্টর বিএটি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর