Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ স্বাস্থ্য তহবিলে ১০ লাখ টাকা অনুদান বিকাশের

সারাবাংলা ডেস্ক
১০ অক্টোবর ২০২১ ২০:১৪

পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিজিএমইএ’র উদ্যোগে গঠিত তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে বিজিএমইএ’র উদ্যোগে এই অনুদানের মাধ্যমে বিকাশ অংশগ্রহণ করল।

রোববার (১০ অক্টোবর) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র গুলশান কার্যালয়ে সংগঠনের সভাপতি ফারুক হাসানের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

বিজ্ঞাপন

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম ও বিকাশের পে-রোল বিজনেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এ টি এম মাহবুব আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৫ সাল থেকে ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবার মাধ্যমে পোশাক শ্রমিকদের বেতন বিতরণে ভূমিকা রাখছে বিকাশ। সাম্প্রতিক করোনা মহামারির মধ্যে স্বল্পতম সময়ে শ্রমিকদের অ্যাকাউন্ট খুলে দিয়ে সরকারি প্রণোদনায় বেতন-ভাতা বিতরণেও অগ্রণী ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এমএফএস সেবার ব্যবহারে শ্রমিকদের প্রশিক্ষণ, শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ গ্রাহক সেবা নিশ্চিত করাসহ তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিকাশ।

বর্তমানে প্রায় সাড়ে সাত লাখ পোশাক শ্রমিক বিকাশের মাধ্যমে বেতন পাচ্ছেন। বিকাশে পাওয়া বেতনের টাকা সহজে বাড়িতে প্রিয়জনকে পাঠানো, মোবাইল রিচার্জ করা, পণ্য কিনে পেমেন্ট করা, বিদ্যুৎ বিল পরিশোধ করাসহ নানান কাজে ব্যবহার করছেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

বিকাশ বিজিএমইএ বিজিএমইএ স্বাস্থ্য তহবিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর