সিনহা হত্যা মামলা: পঞ্চম দফায় আরও ৬ জনের সাক্ষ্য
১০ অক্টোবর ২০২১ ১৯:৪০
ঢাকা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফার প্রথম দিনে ৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ নিয়ে এ মামলায় ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
আজ রোববার (১০ অক্টোবর) স্বাক্ষ্য দিয়েছেন সেনা সদস্য লে. আরেফিন, মোক্তার হোসেন, নুর আহমদ, সৈয়দ মঈন, রুহুল আমিন ও আবু জাফর। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, এ নিয়ে মামলায় ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। কাল আমরা আরও ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করতে পারব বলে আশা করছি।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
সারাবাংলা/এসএসএ