Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবির ১১ শিক্ষক বিশ্বসেরা গবেষকের তালিকায়

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৯:৩০

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত ‘এডি সায়েন্টিফিক ইন্ডেক্স-২০২১’ এর তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১ শিক্ষক।

শনিবার (৯ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইন্ডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইন্ডেক্স, আইটেন ইন্ডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইন্ডেক্স।

র‍্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

তালিকায় নোবিপ্রবির গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ২য় স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ৩য় স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ সারোয়ার, ৪র্থ স্থানে রয়েছেন ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড.আব্দুল মমিন সিদ্দিক, ৫ম স্থানে রয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ৬ষ্ঠ স্থানে রয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ৭ম স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত দাশ, ৮ম স্থানে রয়েছেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, ৯ম স্থানে রয়েছেন বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ১০ম স্থানে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, ১১তম স্থানে এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

নোবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর