Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন: আ.লীগ ও জাপা প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৮:১৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মেরিনা জাহান কবিতা। একইসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. মোক্তার হোসেন।

রোববার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন দুই প্রার্থী। এসময় রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মেরিনা জাহান কবিতার সঙ্গে উপস্থিত ছিলেন শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালূকদার, সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য ও পাবলিক প্রসিকিউর গাজী আব্দুর রহমান।

অন্যদিকে মোক্তার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পাটির সহসভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেনসহ অন্যরা।

সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ ১০ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি চলবে ১২ থেকে ১৪ অক্টোবর। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা ১৮ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন ১৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

মনোনয়নপত্র দাখিল সিরাজগঞ্জ-৬ সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর