Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামীও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৭:১২

প্রতীকী ছবি

পটুয়াখালী: দশমিনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল কবিরাজ (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পুষ্প রাণীও (৬৫) মারা গেছেন। রোববার (১০ অক্টোবর) সকালে উপজেলার রন গোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গুলি আউলিপুর গ্রামের নিজ ঘর থেকে পুষ্প রাণী মন্দিরে পূজো দিতে যান। এসময় আলো জ্বালাতে গিয়ে সুইচ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হন। এসময় তার স্বামী সুনিল কবিরাজ তাকে ছাড়াতে গিয়েও বিদ্যুতায়িত হয়ে পরেন।

বিজ্ঞাপন

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর