Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ হয়ে এজলাস কক্ষেই শুয়ে পড়েন পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৬:৪১ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৬:৪৪

ফাইল ছবি: আদালতে পরীমনি

ঢাকা: বনানী থানায় দায়ের করা মাদক মামলায় আদালতে হাজিরা দিতে এসে তীব্র মাথা ব্যথায় অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন চলচিত্র নায়িকা পরীমনি।

রোববার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে জামিন শুনানির পর এই ঘটনা ঘটে।

দুপুর পৌনে ২টার দিকে আদালতে হাজির হন পরীমনি। এজলাসের সামনের বেঞ্চে বসে থাকেন তিনি। ওই সময় তাকে অসুস্থ দেখাচ্ছিল। তার আইনজীবীও অসুস্থতার বিষয়টি জানান।

২টা ১২ মিনিটের আদালতে কার্যক্রম শুরু হয়। এ সময় বেঞ্চ থেকে উঠে আসামির কাঠগড়ায় যান পরীমনি। মুখের মাক্স সরিয়ে তিনি শ্বাস নিচ্ছিলেন। বারবার পানি পান করছিলেন। মামলায় শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরে তিনি ওই আদালত থেকে বের হয়ে পাশের আদালতের সামনে গিয়ে দাঁড়ান। সেখানে গণমাধ্যম কর্মীরা পরীমনির ছবি, ভিডিও করতে ভিড় জমান। পরে পরীমনি আবার আদালতের ভেতরে চলে যান। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি।

সারাবাংলা/এআই/একে

পরীমনি মাদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর