Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে এক কেজি ৪০ গ্রাম ‘আইস’সহ গ্রেফতার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৬:৩৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৯:০৫

কক্সবাজার: টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ৪০ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথসহ ইদ্রিস নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে সদর উপজেলা নাজিরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।

রোববার (১০ অক্টোবর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়ার ইদ্রিসের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পুলিশ দেখে ইদ্রিস বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে তাকে ধাওয়া করে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তার থেকে পাওয়া তথ্যে, অভিনব কায়দায় লুকিয়ে রাখা কাপড়ের বস্তা তল্লাশি করে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে পুলিশ।

আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এমও

আইস ক্রিস্টাল মেথ টেকনাফ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর