বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন
১০ অক্টোবর ২০২১ ১৬:০১ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৬:০৯
ঢাকা: তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছ বিদ্যালয়গুলোর শিক্ষক ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মহাজোট)।
রোববার (১০ অক্টোবর ) জাতীয় প্রেসক্লাবের সামনে ওই শিক্ষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকদের পক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারক লিপি জমা দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) আহ্বায়ক মুহাম্মদ বদরুল আমিন সরকার বলেন, ‘২০১৩ সালে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তখন বেশ কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। জাতীয়করণ বঞ্চিত সেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করাই আমাদের প্রধান দাবি। জাতীয়করণ বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ করতে হবে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মধ্যে তা করা না হলে আগামী জানুয়ারিতে আমরা আবারও প্রেসক্লাবের সামনে অবস্থান নেবো। প্রয়োজনে দাবি আদায়ে আবারও অনশনে যাবো।’
তিনি বলেন, ‘আমাদের দাবি আদায়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিচ্ছি। আশা করি সরকার আমাদের মানবিক এই দাবি দ্রুত মেনে নেবে।’
আন্দোলনে থাকা শিক্ষকরা রাষ্ট্রপতিকে পাঠানো স্মারকলিপিতে বলেন, ‘তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের জন্য আপনার হস্তক্ষেপ কামনায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অসহায় শিক্ষক পরিবারগুলোকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ দিন।’
মানববন্ধনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) যুগ্ন আহ্বায়ক শেখ মতিয়ার রহমান ও শহিদুল ইসলাম সাইদুর এবং সংগঠনের সদস্য মো. মোখলেছুর রহমান মানিক ও ফরিদুল ইসলামসহ অন্যরা অংশ নেন।
সারাবাংলা/ইএইচটি/এমও