রাজধানীতে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৫:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৬:৩৭
১০ অক্টোবর ২০২১ ১৫:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৬:৩৭
ঢাকা: রাজধানীর ভাটারা ঢালিবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাটারা ঢালী বাড়ি কাঁচাবাজার মহিলা মাদ্রাসার সামনের ফুটপাত থেকে প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত নারীর নাম-ঠিকানা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। শনাক্তের জন্য নিহত নারীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করছে সিআইডির ক্রাইমসিন ইউনিট। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ