Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলেছে অনুমতি, ১৭ বছরের কম বয়সী শিক্ষার্থীরাও পাবে ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৫:১২ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৬:১৫

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে খুব দ্রুতই ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এরই মধ্যে ১৮ বছরের কম বয়সী এসব স্কুলশিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে সম্মতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রোববার (১০ অক্টোবর) রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই ভ্যাকসিনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। তাদের ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। আমাদের কাছে ৬০ লাখ ফাইজারের ভ্যাকসিন মজুত আছে, আরও ৪০ লাখ ডোজ ভ্যাকসিন শিগগিরই পাব।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিনের বিষয়ে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।

জাহিদ মালেক আরও বলেন, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আমরা আট কোটি লোককে ডাবল ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও চার কোটি ডাবল ডোজ ভ্যাকসিন দিতে সক্ষম হব। মোট ১২ কোটি লোককে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে আগামী এপ্রিলের মধ্যে, এতে ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে।

সারাবাংলা/এসবি/এনএস

করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর