দাঁড়িয়ে থাকা পিকআপে লরির ধাক্কা, ২ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২১ ১৩:৫৮
চট্টগ্রাম ব্যুরো : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাইপাসে দাঁড়িয়ে থাকা মাছবোঝাই পিকআপে লরির ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভা সদরের উত্তর বাইপাসে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মো. সিয়াম (১০) ও মো. জনি (১৪)।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আমীর ফারুক সারাবাংলাকে জানান, বাইপাসে পিকআপটি দাঁড়ানো ছিল। সেখান থেকে মাছ নামানো হচ্ছিল। এসময় ঢাকামুখী একটি লরি পেছন থেকে এসে পিকআপে ধাক্কা দেয়।
পিকআপের সামনে দাঁড়ানো ছিল মিন্টু (৩৫) ও তার ছেলে সিয়াম। তারা একটি রেস্টুরেন্টে নাস্তা করে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল। আর জনি মাছ বিক্রেতা। মাছ কেনার জন্য পিকআপের সামনে দাঁড়িয়েছিলেন।
লরির ধাক্কায় সামনে আসা পিকআপের চাপায় সিয়াম ও জনি ঘটনাস্থলে মারা যায়। আহত হয়েছেন সিয়ামের বাবা মিন্টু। দুর্ঘটনার পরপর লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে পরিদর্শক ফারুক জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এএম