Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা, ভারতে মন্ত্রীর ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২১ ১২:৩১

কৃষকদের চাপা দেওয়া গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা, ছবি: আলজাজিরা

ভারতের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের এক মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির উত্তর কৃষকদের বিক্ষোভ চলাকালে ৯ জনকে হত্যা করার অভিযোগে ঘটনার প্রায় এক সপ্তাহ পর তাকে গ্রেফতার করা হলো। নিহতদের মধ্যে চারজন কৃষক ছিলেন। খবর আলজাজিরা।

পুলিশ অফিসার উপেন্দ্র আগরওয়াল জানান, উত্তরপ্রদেশ রাজ্যের লখিমপুরের খেরিতে দিনভর জিজ্ঞাসাবাদের পর গতকাল শনিবার (৯ অক্টোবর) আশীষ মিশ্রাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আশীষ ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রার ছেলে।

বিজ্ঞাপন

কৃষক নেতারা অভিযোগ করেছেন, গত রোববার লখিমপুরের খেরিতে মন্ত্রীর মালিকানাধীন একটি গাড়ি বিক্ষোভকারী কৃষকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন কৃষক নিহত হয়। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ওই গাড়িতে ছিলেন। আর বাকিরা ঘটনা পরবর্তী সংঘর্ষে নিহত হয়।

তবে ওই সময় গাড়িতে ছেলে আশীষ ছিল না বলে দাবি করেন প্রতিমন্ত্রী অজয় মিশ্রা। তিনি বলেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। কৃষকরা পাথর নিক্ষেপ, লাঠি ও তলোয়ার দিয়ে আক্রমণ করার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিক্ষোভকারী কৃষকদের ওপর উঠে যায়।

এ ঘটনা পর ওই গাড়ি চালকসহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিনজন সদস্য এই ঘটনার পর বিক্ষোভকারীদের হাতে নিহত হন।

পুলিশের কর্মকর্তা আগরওয়াল বলেন, ঘটনার সময় ওই গাড়িতে না থাকার কোনো প্রমাণ দিতে পারেননি আশীষ মিশ্রা, যে গাড়িটি চাপা দিয়ে চারজন কৃষককে হত্যা করেছিল। যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের শীর্ষ আদালত আশীষ মিশ্রকে গ্রেফতার না করার জন্য রাজ্য সরকারের সমালোচনা করার একদিন পর এই গ্রেফতারের ঘটনা ঘটলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

কৃষক হত্যা টপ নিউজ ভারত মন্ত্রীর ছেলেকে গ্রেফতার