মেজর সিনহা হত্যা মামলায় পঞ্চম দফার সাক্ষ্যগ্রহণ শুরু
১০ অক্টোবর ২০২১ ১০:৪০ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১২:৩৪
ঢাকা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ৪র্থ দফার শেষ দিনের অসমাপ্ত সাক্ষী বেবী বেগমের জেরা শুরুর মধ্য দিয়ে সকাল ১০টা ১০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়।
তার জেরা শেষ হলে ২১তম সাক্ষী সাক্ষ্য প্রদান করবেন। সাক্ষ্য প্রদানের জন্য সেনাবাহিনী ও বিজিবির ১০ সদস্যকে সাক্ষী প্রদানের জন্য আদালতে উপস্থিত রাখা হয়েছে।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজনভ্যানে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, চতুর্থ দফার শেষ দিনে ২০তম সাক্ষী বেবী বেগমের সাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামির আইনজীবীরা বেবী বেগমের জেরা অসমাপ্ত রেখে আদালতে চতুর্থ দফার কার্যক্রম শেষ করে। আজ ২০তম সাক্ষীর অসমাপ্ত জেরা শুরুর মধ্য দিয়ে শুরু হয়েছে আদালতের কার্যক্রম। জেরা শেষ হলে ২১তম সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে। ২১তম সম্ভাব্য সাক্ষী সেনাবাহিনীর লে. আরেফিন বলে জানিয়েছেন তিনি।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
সারাবাংলা/এএম