আজ আদালতে আসবেন পরীমনি
১০ অক্টোবর ২০২১ ১০:০৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৩:৫১
ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে আজ আদালতে উপস্থিত হবেন চিত্রনায়িকা পরীমনি।
রোববার (১০ অক্টোবর) বেলা সকাল ১১টা থেকে ১২টার মধ্যে তিনি আদালতে হাজির হবেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করবেন পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ৩১ আগস্ট চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত আদালত পরীমনিকে জামিন দেন। গত ৪ অক্টোবর সিআইডি পুলিশ পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সে হিসেবে তার জামিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আজ (রোববার)।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপরে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন পরীমনি কারামুক্ত হন।
সারাবাংলা/এআই/এনএস