Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাবিস্কোতে গাড়ি থেকে নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ০৮:৫৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১১:৩৭

গাড়ি থেকে মরদেহ উদ্ধার, ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় ইমপালস হাসপাতাল গলিতে একটি পরিত্যক্ত গাড়ির ভেতর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই চালকের নাম সজল। আর গাড়িটি ইউডিসি কন্সট্রাকশান লিমিটেডের।

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই গাড়িটি কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কালাম হোসেন ব্যবহার করতেন। ইউডিসি’র এমডিকে বাসায় নামিয়ে দিয়ে গত শুক্রবার মহাখালী ফিরছিল ওই ড্রাইভার। এরপর থেকে তার টেলিফোন বাজলেও তা রিসিভ করেনি কেউ। শনিবার বিকেলে ধানমন্ডি থানায় জিডি করার পর ওই টেলিফোন ট্রাকিং করে তার অবস্থান পাওয়া যায় তেজগাঁও শিল্প এলাকায় । খোঁজাখুঁজি করে ওই গাড়িটি খুঁজে বের করে প্রতিষ্ঠানের লোকজন। খবর দেওয়া হয় শিল্পাঞ্চল থানায়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে শহীদুল ইসলাম বলেন, ধানমন্ডি থানায় করা জিডির প্রেক্ষিতে নিখোঁজ ব্যক্তিকে খোঁজ করতে এসে মরদেহটি মেলে। গাড়িটি খুঁজে পাওয়ার পর কোম্পানির লোকেরাই থানায় ফোন করে। পরে গাড়িটি খুলে সজলের মরদেহ মেলে।

তিনি আরও বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। তারা এসে তদন্তের জন্য আলামত সংগ্রহ করেছে। আর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এনএস

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর