Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২১ ২১:৪৭

বুড়িমারী স্থল বন্দরের একাংশ

লালম‌নিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন (১২-১৬ অক্টোবর) সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভারত থেকে আসতে পারবেন।

শনিবার (৯ অক্টোবর) বিকালে বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) মো. কেফায়েত উল্যাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভার এক চিঠিতে ১২-১৬ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়। ১৭ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম চালু হবে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আনোয়ার হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ তাই পাসপোর্টধারীরা ভারতে প্রবেশ করতে না পারলেও ভারত থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারবেন।

সারাবাংলা/একেএম

দুর্গাপূজা বুডিমারি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর