আন্দোলন শুরুর আগে চট্টগ্রামে আ.লীগের সম্মেলন শেষ করার তাগিদ
৯ অক্টোবর ২০২১ ২১:১৩ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ২১:১৫
চট্টগ্রাম ব্যুরো: তৃণমূল পর্যায়ের সম্মেলন ডিসেম্বরের মধ্যে শেষ করার পাশাপাশি বিরোধীদলের আন্দোলন মোকাবিলার প্রস্তুতি নেওয়ার জন্য চট্টগ্রাম মহানগরের আওয়ামী লীগ নেতাদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দুই নেতা এ আহ্বান জানিয়েছেন। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও ছিলেন।
সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় মোশাররফ হোসেন দ্রুততার সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার তাগিদ দেন। তিনি বলেন, ২০১৩ সালে কমিটি হয়েছে। ইতোমধ্যে আটবছর পেরিয়ে গেছে। ওয়ার্ড, ইউনিট, থানার সম্মেলন দ্রুত শেষ করে মহানগরের সম্মেলন করা দরকার। সংগঠনকে দুর্বল করা যাবে না।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটারের কম উপস্থিতির প্রসঙ্গ টেনে এক জ্যেষ্ঠ্য নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিদ্যমান কমিটিকে দুর্বল কমিটি হিসেবে আখ্যায়িত করেন এবং দ্রুত সম্মেলন দেওয়ার প্রস্তাব করেন।
সভায় কেন্দ্রীয় নেতারা ১৭ নভেম্বরের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষ করার নির্দেশনা দেন। এরপর ডিসেম্বরের মধ্যে অবশ্যই মহানগরের ইউনিট-ওয়ার্ড এবং থানার সম্মেলন শেষ করার নির্দেশনা দেন। যাদের ছাত্রলীগ করার আর বয়স নেই, তাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দিয়ে সংগঠনকে বিকশিত করার কথাও বলেছেন দুই নেতা। তারা বলেছেন, ডিসেম্বরের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করতে হবে। কারণ বিরোধীদল আন্দোলনের হুঙ্কার দিচ্ছে। সম্মেলন শেষ করতে না পারলে আন্দোলন মোকাবিলা কিভাবে হবে? সম্মেলনের পাশাপাশি আন্দোলন মোকাবিলার প্রস্তুতিও নিতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী হবে বলে দুই নেতা সভায় জানিয়েছেন।
সভা শেষে মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘আজ আলোচনা হয়েছে সম্মেলন করার ব্যাপারে। নগর আওয়ামী লীগ নিজেদের মধ্যে বৈঠক করে প্রত্যেক ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সম্মেলন করার প্রস্তুতি নিয়েছে। সদস্য সংগ্রহ অভিযান চলছে। পাশাপাশি সম্মেলন করার সিদ্ধান্ত নিচ্ছে। তারা যে পদ্ধতিতে এগোচ্ছে, আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সম্মেলন করা হবে। ইউনিট থেকে সম্মেলনের মাধ্যমে একেবারে ওয়ার্ড-থানা ঢেলে সাজানো আমাদের উদ্দেশ্য। ওয়ার্ড ও থানার সম্মেলন শেষে নগর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমাদের কাজ চলছে। আমাদের তো এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই যে, ডিসেম্বরের মধ্যে সম্মেলন শেষ করতে হবে। কিন্তু আমাদের লক্ষ্য আছে ডিসেম্বরেরর মধ্যে মহানগর আওয়ামী লীগের ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শেষ করতে। এছাড়া সাংগঠনিক আরও বিষয়ে আলোচনা হয়েছে। নগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।’
চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে কোনো ধারা নেই, শেখ হাসিনার নেতৃত্বে এক ধারা। সবাই ঐক্যবদ্ধ।’ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের পরও কমিটি না হওয়ার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান মাহবুব উল আলম হানিফ।
সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর কমিটির সহ-সভাপতি সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিটি মেয়র ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/পিটিএম