Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইওয়ানকে চীনের সঙ্গে আসতেই হবে: শি

আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর ২০২১ ২০:২৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১০:১৪

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, তাইওয়ানকে চীনের সঙ্গে আসতেই হবে।

এ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া উচিত মন্তব্য করে কমিউনিস্ট পার্টির এই নেতা বলেছেন, বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল জনগণই নির্ধারণ করে দিতে পারে।

তবে, শনিবার (৯ অক্টোবর) চীনা প্রেসিডেন্টের সুর আগের তাইওয়ান বিষয়ক বক্তব্যের তুলনায় খানিকটা নরম ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এদিকে, তাইওয়ান নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র দাবি করলেও চীন দ্বীপটিকে মেইনল্যান্ডের অংশ হিসেবেই দেখে আসছে। তাইওয়ানকে ফিরিয়ে আনতে প্রয়োজনে বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বেইজিং।

এর আগের সপ্তাহে তাইওয়ানের আকাশে চীন দেড়শ সামরিক বিমান পাঠায়। তারপর প্রেসিডেন্ট শি তাইওয়ানকে চিনের সঙ্গে একত্রীকরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন।

বিবিসি জানাচ্ছে, চীন থেকে রাজতন্ত্র উৎখাতের ১১০ বছর পূর্তির ভাষণে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিন পিংকে তাইওয়ান ইস্যুতে আগের তুলনায় সংযত দেখা গেছে।

জুলাইয়ে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার কোনো ধরনের চেষ্টা করলে তা গুড়িয়ে দেওয়া হবে।

শি জানান, তাইওয়ান চীনের সঙ্গে হংকংয়ের মতো এক দেশ-দুই ব্যবস্থা এই নীতির আওতায় শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণে রাজি হোক।

তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, তাইওয়ানের জনগণের ভাবনা স্পষ্ট, তারা এক দেশ-দুই ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে। বেইজিংকে অনুপ্রবেশ, হয়রানি ও ধ্বংসের উসকানি পরিত্যাগ করারও আহ্বান জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

বিবিসি লিখেছে, কয়েক সপ্তাহ ধরে তাইওয়ান-চীন উত্তেজনা বিরাজ করলেও; পরিস্থিতি এখনো ১৯৯৬ সালের মতো পর্যায়ে পৌঁছায়নি। সেবার চীন তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন বিঘ্নিত করার চেষ্টায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল, সে সময় বেইজিংকে থামাতে ওই অঞ্চলে বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র০।

চীনের সাম্প্রতিক শক্তি প্রদর্শনে ইউরোপের বেশ কয়েকটি দেশ ‘গভীর উদ্বেগ প্রকাশ করলেও প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি তাইওয়ান নিয়ে মার্কিন সমঝোতা মেনে চলার ব্যাপারে রাজি হয়েছেন।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে যে এক চীন নীতি মেনে চলছে, বাইডেন সম্ভবত সেটিকেই তাইওয়ান নিয়ে মার্কিন সমঝোতা বলে অ্যাখ্যা দিয়েছেন মনে করছেন পর্যবেক্ষকরা।

সারাবাংলা/একেএম

চীন তাইওয়ান শি জিন পিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর