সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধন বেড়েছে ৫৮১ কোটি টাকা
৯ অক্টোবর ২০২১ ১৪:৫৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৬:৪৪
ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫৮১ কোটি টাকা। গত সপ্তাহে (৩ থেকে ৭ অক্টোবর) পুঁজিবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দুই কার্যদিবসে সূচকের পতন হয়েছে, বাকি তিন দিন সূচকের উত্থান হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইতে গড় লেনদেন, বাজার মূলধন ও সূচক কিছুটা বাড়লেও কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই সূত্র জানায়, গত সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস ৭ অক্টোবর বৃহস্পতিবার লেনদেন শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি টাকা। বাজার মূলধন বেড়েছে ৫৮১ টাকা।
অন্যদিকে গত সপ্তাহে ডিএসইতে ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় ১১ হাজার ১৪৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪ শতাংশ বা ১ হাজার ৫৭০ কোটি টাকা।
একই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩৪২ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক পয়েন্ট বেড়ে ৫৬ বেড়ে দুই হাজার ৭৬৭ পয়েন্টে উন্নীত হয়। এছাড়ার বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৯২টির, কমেছে ২৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।
সারাবাংলা/জিএস/এএম