গাবতলী তুরাগ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ৭
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২১ ১২:২৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৫:১৫
৯ অক্টোবর ২০২১ ১২:২৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৫:১৫
ঢাকা: রাজধানীর গাবতলীর তুরাগ নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাত জন নিখোঁজ রয়েছেন। শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, ট্রলারডুবির খবর পেয়ে ডুবুরি দলের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা উদ্ধারকাজ করছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্রলার ডোবার সময় বেশ কয়েকজন সাঁতরে উপরে উঠে এসেছেন। তাদের দাবি, অন্তত সাত জনের মতো নিখোঁজ রয়েছে।
সারাবাংলা/ইউজে/এএম