Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে আমাজনের জমি বিক্রির বিজ্ঞাপন, ব্যবস্থা নেবে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর ২০২১ ১১:৫৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৫:১৭

আমাজন বন, ছবি: বিবিসি

আমাজন বনের সংরক্ষিত অঞ্চলগুলোর জমি অবৈধভাবে বিক্রির ক্ষেত্রে ফেসবুকে দেওয়া বিজ্ঞাপন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’তে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

আমাজনের সংরক্ষিত ও ব্যক্তিমালিকানাধীন এলাকা নয়- এমন ক্ষেত্রে ফেসবুকের নতুন নিয়ম প্রযোজ্য হবে। এই পদক্ষেপটি আমাজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সারাবিশ্বের বাকি বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে এই নিয়মের আওতায় পড়বে না।

বিজ্ঞাপন

সম্প্রতি থিক ট্যাঙ্ক ‘ইপাম’র(ইন্সটিটিউটো দে পেসকুইসা অ্যাম্বিয়েন্টাল দ্য আমাজোনিয়া) এক গবেষণায় দেখা গেছে, আমাজনের মোট বন ধ্বংসের এক তৃতীয়াংশই ঘটে ব্যক্তিমালিকানাধীন বনাঞ্চলে।

তবে ফেসবুক কিভাবে আমাজনের জমি বিক্রির অবৈধ বিজ্ঞাপনগুলো খুঁজে বের করবে তা বলেনি। কিন্তু প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আমাজনের সংরক্ষিত বনাঞ্চলের নতুন তালিকা তৈরি করবে এবং সেগুলো ব্লক করে দেবে।

এসব বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ফেসবুকের প্রতি আহ্বান জানায় স্থানীয় আদিবাসী নেতারা। এরপরই প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কাজ করতে আগ্রহী, কিন্তু বাণিজ্য বন্ধ করার জন্য তারা স্বাধীন পদক্ষেপ নেবে না।

ফেসবুক আরও জানিয়েছে, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং অন্যান্য সংস্থার সঙ্গে এ বিষয়ে করণীয় ঠিক করতে পরামর্শ করেছে, যাতে করে সমস্যাটি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

এর আগে, গত ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছিল বিবিসি। সেখানে বলা হয়, আমাজন বনের সংরক্ষিত বনাঞ্চলের জমি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এসব জমি এক হাজার ফুটবল খেলার মাঠের সমান। এই প্রতিবেদনের পর ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট ফেসবুকের মাধ্যমে আমাজনের সংরক্ষিত এলাকা বিক্রির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

আমাজন জমি বিক্রির বিজ্ঞাপন ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর