ব্রাজিলের ভয়ংকর বালু ঝড়ে ৬ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২১ ২৩:০১ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১২:০৩
৮ অক্টোবর ২০২১ ২৩:০১ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১২:০৩
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মারাত্মক খরা পরিস্থিতিতে সাওপাওলোতে অস্বাভাবিক শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
ব্রাজিলের আবহাওয়া চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস এএফপিকে জানিয়েছেন, এ ধরনের ঝড় স্বাভাবিক হলেও এর আগে এত তীব্র ঝড় দেখা যায়নি।
শক্তিশালী ঝড়গুলোকে জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাব, উচ্চ তাপমাত্রা ও কম আর্র্দ্রতার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
সিয়াস আরও বলেন, এই শতাব্দীতে, প্রতি বছর রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। চরম আবহাওয়ায় বৃষ্টি, ঝড়, বন্যা, খরা, ঠান্ডাসহ নানা রূপ পরিলক্ষিত হচ্ছে। এই ধুলি ঝড় তারই সাক্ষ্য বহন করছে। এই ধরনের ঝড় মরু অঞ্চলে ঘন ঘন দেখা দিতে পারে।
সারাবাংলা/এএম