Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি ভারতী নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২১ ১৯:৪২

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকারের মৃত্যু

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রী এক শোক বার্তায় প্রয়াত এমপি’র আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে ভারতী নন্দীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ১৯৯৬-২০০১ সালে সংসদ সদস্য ছিলেন।

শুক্রবার (৮ অক্টোর) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শহরের ফুলতলা শ্মশান ঘাটে ভারতী নন্দী সরকারকে গার্ড অব অনার শেষে অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের নেতারা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতী নন্দী সরকারের স্বামী প্রয়াত মিহির কুমার সরকার ছিলেন সাবেক দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাদের ছেলে শেখর কুমার সরকার সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদদের দায়িত্ব পালন করেছেন। অপর সন্তান শিমুল কুমার সরকার চাকরিজীবী।

সারাবাংলা/এনআর/এমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শোক ভারতী নন্দী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর