Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুর নদীতে ডুবে গেছে সারবোঝাই জাহাজ

লোকাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২১ ১৮:১৬ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ২২:৪৯

মোংলার পশুর নদীতে সারবোঝাই জাহাজডুবি

মোংলা (বাগেরহাট): মোংলার পশুর নদীতে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পশুর চ্যানেলের কাইনমারী এলাকায় এমভি দেশবন্ধু নামের লাইটার জাহাজটি ৮৫০ মেট্রিক টন ড্যাব সার নিয়ে ডুবে যায়।

ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি দেশবন্ধুর মাস্টার মো. নিয়াজ আলী মোল্লা জানান, মোংলা বন্দরের হারবাড়িয়-১৪ নম্বর এলাকায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন ড্যাপ সারবোঝাই করে গত রাত ৩টার সময় যশোরের নোয়াপাড়ায় উদ্দেশে ছেড়ে আসে লাইটারটি। পশুর চ্যানেলের জয়মনি এলাকায় পৌঁছালে অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লাগে দেশ বন্ধু লাইটারের।

বিজ্ঞাপন

এসময় লাইটারটির সামনের হ্যাজ ক্ষতিগ্রস্ত হয়। এরপর শুক্রবার সকাল ১০টার দিকে লাইটার জাহাজটি ডুবে যায়। এসময় লাইটারের ১০ কর্মচারী সাঁতরে তীরে ওঠেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানিয়েছেন, লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এমও

পশুর নদী লাইটার জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর