Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালনী নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২১ ১৬:৫৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৭:১৪

সুনামগঞ্জ: দিরাই উপজেলার কালনী নদীতে গোসলে নেমে নিখোঁজ সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে শিশুটির লাশ ভেসে ওঠে। উদ্ধার হওয়া মৃত শিশু সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে যায় সুমাইয়া ও তার বন্ধুরা। সবাই গোসল করে পাড়ে উঠে দেখে সুমাইয়া নেই। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার চেষ্টা চালায়। নদীর গভীরতা বেশি ও রাত হয়ে যাওয়ায় উদ্ধারে তারা ব্যর্থ হন তারা। শুক্রবার দুপুরে সুমাইয়ার লাশ ভেসে ওঠে।

দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এএম

কালনী নদী সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর