Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মাস পর করোনায় মৃত্যু এক অঙ্কে

সারাবাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২১ ১৬:৪০ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ১৯:৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। গত সাত মাসের মধ্যে এটিই একদিনে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এর আগে সবশেষ গত ১১ মার্চ করোনায় একদিনে মারা গিয়েছিলেন ছয় জন। এরপর এই প্রথম ২৪ ঘণ্টায় মৃত্যু এক অঙ্কে নেমে আসলো।

একই সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৪৫ জনের শরীরে। আগের দিনের তুলনায় এই সংখ্যা ১৮ জনের কম। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ২ দশমিক ৭৭ শতাংশ। এটিও আগের দিনের তুলনায় কিছুটা কম।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ অক্টোবর) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮২১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৬টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৬টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬১৯টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২৩ হাজার ৩০২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ২০৪টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ৮৯ হাজার ১১২টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৬ লাখ ২৫ হাজার ৮০৪টি।

২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ, শনাক্তের হার ৩ এর নিচে

আগের দিন দেশে ৬৬৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৬৪৫। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনের শরীরে।

বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ, যা আগের দিন ছিল ২ দশমিক ৯৭ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আগের দিন শেষে মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ৮১ শতাংশ, যা গত ২৪ ঘণ্টা শেষে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৫ শতাংশে।

সুস্থতার হার ৯৭ শতাংশের বেশি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮১৪ জন, যা আগের দিনের চেয়ে বেশি। এ নিয়ে করোনায় আক্রান্ত ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনের মধ্যে মোট সুস্থ হলেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন। শনাক্ত সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।

২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, ৭ মাস পর এক অঙ্কে

আগের দিন করোনা সংক্রমণ নিয়ে সারাদেশে মারা গিয়েছিলেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে সাত জনে এসে দাঁড়িয়েছে। গত মার্চ মাসের পর এই প্রথম ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু দুই অঙ্কের নিচে নেমেছে। গত ১১ মার্চ সবশেষ ছয় জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণ নিয়ে। এরপর আর কোনো দিনই করোনা সংক্রমণ নিয়ে ১১ জনের কম মারা যাননি।

এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৬৫৪ জন। সংক্রমণ বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে সাত জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ তিন জন, নারী চার জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৩৩ জন, নারী ৯ হাজার ৯২১ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মৃত্যুর হার ৬৪ দশমিক ১২ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৮৮ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় যে সাত জন মারা গেছেন তাদের মধ্যে তিন জনের বয়স ৬১ থেকে ৭০ বছর। দুই জন করে মারা গেছেন ৪১ থেকে ৫০ বছর ও ৫১ থেকে ৬০ বছর বয়সী। গত ২৪ ঘণ্টায় ৭১ বছরের বেশি বয়সী এবং ৪০ বছরের কম বয়সী কেউ মারা যাননি। এই সাত জনের মধ্যে ছয় জন সরকারি হাসপাতালে এবং এক জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য

বিভাগভিত্তিক মৃতদের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় তিন জন করে মারা গেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। আরেকজন মারা গেছেন রংপুর বিভাগে। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা নিয়ে মারা যাননি।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর