Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন ও জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

সারাবাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২১ ১৬:২০ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ১৮:২৩

ফাইল ছবি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে ১২ দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরে লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা করাবেন রাষ্ট্রপতি।

আগামীকাল শনিবার (৯ অক্টোবর) সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা ত্যাগ করবেন। সফরে রাষ্ট্রপতি প্রথমে লন্ডনে যাবেন, এরপর সেখান থেকে জামাবেন জার্মানিতে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আগামীকাল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সফরে লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে।

১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপ্রধান দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে— বলেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। এর আগে দশম জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি। ওই সময় থেকেই তিনি লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। বাসস।

ফাইল ছবি

সারাবাংলা/টিআর

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর