Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতের রামদার কোপে গৃহবধূ নিহত, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২১ ১৬:০১

বরিশাল: ঝালকাঠির কাঠালিয়ায় ডাকাতের রামদার কোপে হাসিনা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী জালাল জমাদ্দার (৫৫)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৩টার দিকে ডাকাতরা উপজেলার পাটিখালঘাটা এলাকায় জালাল জমাদ্দারের বাসায় হামলা চালালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মুখোশধারি ৮-১০ জনের ডাকাতদল সিধ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। এসময় বাঁধা দিতে গেলে ডাকাতের রামদার কোপে হাসিনা বেগমের মৃত্যু হয়। ডাকাতদের হামলায় গুরুতর আহত জামাল জমাদ্দারকে প্রথমে কাঠালিয়ার আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।

নিহতের ছেলে পাটিখালঘাটা ইউনিয়নের মেম্বার রিপন জমাদ্দার জানান, রাতে আমি অন্য বাড়িতে ছিলাম। ওরা আমার মাকে কুপিয়ে হত্যা করেছে। বাবাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

কাঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত হাসিনা বেগমের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

গৃহবধূ নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর