Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটেনে অনুমোদন পেল বাংলাদেশের ভ্যাকসিন সনদ

সারাবাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২১ ১২:৪৬

ঢাকা: বাংলাদেশের করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে অনুমোদন দিয়েছে ব্রিটেন। সোমবার (১১ অক্টোবর) থেকে বাংলাদেশের ভ্যাকসিন সনদ দেশটিতে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ব্রিটেন সরকার বিদেশিদের ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্য বিবরণীতে এ খবর জানিয়েছে।

সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩৭ দেশের ভ্যাকসিন সনদ যুক্তরাজ্যে অনুমোদন পেয়েছে; ওই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১১ অক্টোবর থেকে করোনা ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নেওয়া বাংলাদেশিদের ব্রিটেনে ঢোকার পর ১০ দিন কোয়ারেনটাইনে থাকতে হবে না। পাশাপাশি, ব্রিটেন ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ব্রিটেনে এখন পর্যন্ত করোনার চারটি (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসন) ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। এর মধ্যে বাংলাদেশে তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন টপ নিউজ বাংলাদেশ ব্রিটেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর