ভারতীয় ট্যুরিস্ট ভিসা সেবা শুরু ১২ অক্টোবর
৭ অক্টোবর ২০২১ ২৩:০৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ০৯:০২
ঢাকা: বিদেশি পর্যটকদের জন্য ভিসা সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর ১২ অক্টোবর থেকে ভিসা সার্ভিস শুরু হচ্ছে।
ভারতীয় হাইকমিশনের টুইটার পোস্টে এ সংক্রান্ত ঘোষণার কথা জানানো হয়।
এতে বলা হয়— চাটার্ড ফ্লাইটে পর্যটকরা ১৫ অক্টোবর থেকে ভারতে প্রবেশ করতে পারবেন। আর সাধারণ পর্যটকরা যেতে পারবেন ১৫ নভেম্বর থেকে।
করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের মার্চ থেকে ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের ওপর বিধিনিষেধ দিয়েছিল ভারত সরকার।
দেড় বছর ধরে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, বিদেশি পর্যটকদের ভারতে আসার অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীদারদের কাছ থেকে মন্ত্রণালয়ে আবেদন আসছে। আমরা আলোচনার পর ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব কোভিড বিধিনিষেধ জারি করেছে, ভারতে প্রবেশের পর সেগুলো ট্যুরিস্টদের মেনে চলতে হবে।
এদিকে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা একদম বিনামূল্যে দেওয়া হবে।
সারাবাংলা/একে