পবিত্র ঈদে মিলাদুন্নবি ২০ অক্টোবর
সারাবাংলা ডেস্ক
৭ অক্টোবর ২০২১ ২০:৫৫ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ০০:২৪
৭ অক্টোবর ২০২১ ২০:৫৫ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ০০:২৪
ঢাকা: আকাশে বৃহস্পতিবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৯ অক্টোবর (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
সে হিসেবে আগামী ২০ অক্টোবর (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ঈদে মিলাদুন্নবি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।
৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মা আমিনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এ দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান।
সারাবাংলা/একে