Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক রফতানিতে ব্রাজিলে শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ২০:২০

ঢাকা: তৈরি পোশাক রফতানিতে ব্রাজিলে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) গুলশানের বিজিএমইএ পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিজিএমইএ সভাপতি এই সুবিধা চান।

সাক্ষাৎকালে তারা ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্র শিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে, তা নিয়ে আলোচনা করেন। বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের বিশেষ ইস্যুগুলো বিশেষ করে পণ্যের বৈচিত্র্যকরণ, বাজার বহুমুখীকরণ ও পণ্য উন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যত অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন। ফারুক হাসান বাংলাদেশি পোশাক পণ্যের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমূক্ত প্রবেশাধিকার প্রদানের বিষয়ে ব্রাজিল সরকারকে আহবান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ তার তৈরি পোশাক শিল্পের জন্য ব্রাজিল থেকে আরও অধিক পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী।’ তিনি এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। তারা ভ্যালু-অ্যাডেড পোশাক পণ্যের নকশা (ডিজাইন) উন্নয়নে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্রাজিলের সহযোগিতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘ব্রাজিলের রয়েছে বিপুল সংখ্যক ডিজাইনার ও বিশেষজ্ঞ এবং আমাদের রয়েছে বিপুল উৎপাদন সামর্থ্য। যদি বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পে নকশা তৈরিতে দক্ষতা বিকাশে কাজ করতে পারে এবং ভ্যালু-অ্যাডেড পোশাক তৈরি করে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রফতানি করতে পারে, তবে সেটি উভয় দেশের জন্য লাভজনক হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর