Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ উপজেলা, ১০ পৌরসভায় নৌকার মনোনয়ন পেলেন যারা [তালিকা]

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ১৯:৫৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ২০:৪৬

ঢাকা: আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় দুই উপজেলা পরিষদ ও ১০ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই দিনে অনুষ্ঠেয় সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মেরিনা জাহান কবিতার মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন দেওয়া হয়েছে স্থগিত থাকা দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীও।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেরিনা জাহান কবিতা। অন্যদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদে মো. রেজাউল করিম (মন্টু) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদে মোছা. নার্গিস বেগম চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন- সিরাজগঞ্জ-৬ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কবিতা

রংপুর বিভাগের দুই পৌরসভার মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে মো. ইউনুছ আলী ও নীলফামারীর ডোমারে গনেশ কুমার আগর ওয়ালা হবেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী। রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হবেন মো. মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলা পৌরসভায় মো. শহিদুল বারী খাঁন।

খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া পৌরসভায় সৈয়দ মসিয়ূর রহমান; ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় মো. আল মুজাহিদ হোসেন ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ; এবং চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসেভায় মো. গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় মোহাম্মদ মোস্তফা ও খাগড়াছড়ির রামগড়ে মো. রফিকুল আলম (কামাল) পেয়েছেন মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন।

বিজ্ঞাপন

এদিকে, প্রার্থীর মৃত্যুজনিত কারণে বরিশাল বিভাগে স্থগিত থাকা দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বাগেরহাট জেলার এই দুই ইউনিয়ন পরিষদের মধ্যে মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়ায় মো. সাইদুর রহমান এবং রামপাল উপজেলার রাজনগরে মোসা. সুলতানা পারভীন পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন।

আওয়ামী লীগের মনোনয়নের এই তালিকা দেখুন এখানে—

মনোনয়ন বোর্ডের যৌথ এই সভায় দ্বিতীয় ধাপে সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে দুইটি বিভাগের প্রার্থী তালিকাও চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর) ও শনিবার (৯ অক্টোবর) আবারও মনোনয়ন বোর্ডের সভায় বসে বাকি বিভাগগুলোর ইউপি নির্বাচনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে শুরু করে দুপুরে এক দফা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই যৌথসভা। সীমিত পরিসরের এই সভায় উপস্থিত ছিলেন— আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ  ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, রশিদুল আলম ও আবদুস সোবহান গোলাপ।

সারাবাংলা/এনআর/টিআর

আওয়ামী লীগের মনোনয়ন ইউপি নির্বাচন উপজেলা নির্বাচন নৌকা প্রতীকের মনোনয়ন পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর