ফারইস্ট চেয়ারম্যানের দুর্নীতি: আইডিআরএ’র কমিটির বিরুদ্ধে আপত্তি
৭ অক্টোবর ২০২১ ২০:২৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ২১:১৭
ঢাকা : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের আর্থিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্ত কমিটির প্রধানের বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ফারইস্ট ইসলামী লাইফের উদোক্তা ও সাবেক পরিচালক ফখরুল ইসলাম এ সংক্রান্ত একটি অভিযোগ আইডিআরএ’র চেয়ারম্যান মোশাররফ হোসেন এর কাছে দাখিল করেছেন।
অভিযোগের অনিুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বরাবর পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফারইস্টের এমডিকে অপসারণ
দাখিল করা অভিযোগে বলা হয়— ২০২০ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও আইডিআরএ’র নির্বাহী পরিচালক মো. শাহ আলম তাকে দায়মুক্তি দিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। অথচ গত ৪ অক্টোবর সেই একই ব্যক্তি (আইডিআরএ’র নির্বাহী পরিচালক মো. শাহ আলম) কীভাবে ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে? বিতর্কিত হওয়া সেই কমিটি দিয়ে কীভাবে একটি নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও ফলপ্রসূ তদন্ত করতে পারে তা কিছুতেই আমার বোধগম্য নয়।
আরও পড়ুন: ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে তদন্ত কমিটি
লিখিত প্রতিবেদনে আরও বলা হয়— ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লাখো গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আমানত তসরুপ করে বিদেশে সাম্রাজ্য গড়ে তোলা দুর্নীতিবাজ প্রাক্তন চেয়ারম্যান ও পরিচালকদের শাস্তি নিশ্চিত করার কল্পে একটি নিরপেক্ষ, অবিতর্কিত, প্রভাবমুক্ত ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করার জন্য কোম্পানির একজন উদ্যোক্তা, সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে জোর দাবি জানাচ্ছি।’
লিখিত অভিযোগে আরও বলা হয়— অনতিবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ ও অবিতর্কিত কমিটি গঠন করে সকল অপরাধীর শাস্তি সুনিশ্চিত করা হবে। অন্যথায় ন্যায়বিচার ভূলুণ্ঠিত হওয়ার পাশাপাশি নিম্নস্বাক্ষরকারীসহ (ফখরুল ইসলাম) কোম্পানির লাখো গ্রাহক ও শেয়ারহোল্ডাররা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। যার দায় দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ কোনোভাবেই এড়াতে পারে না।
এর আগে গত ৪ অক্টোবর আইডিআরএ নির্বাহী পরিচালক এমএম শাকিল আখতার স্বাক্ষরিত এক চিঠিতে মো. নজরুল ইসলামের অনিয়ম খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান আইডিআরএ’র নির্বাহী পরিচালক মো. শাহ আলম।
উল্লেখ্য ২০২০ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও আইডিআরএ’র নির্বাহী পরিচালক মো: শাহ আলম তাকে দায়মুক্তি দিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। সেই একই ব্যক্তিকে প্রধান করে গত ৪ অক্টোবর ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে পুনরায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সারাবাংলা/জিএস/একে