Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে শ্রেণিতে পাঠদান শুরু ১৭ অক্টোবর

ঢাবি করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ১৮:৫৬ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ২০:২৭

আগামী ১৭ অক্টোবর সশরীরে শ্রেণি কার্যক্রম তথা শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠদান শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের জরুরি সভায় ১৭ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ১৭ অক্টোবর থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় ন্যূনতম একডোজ ভ্যাকসিন গ্রহণ সাপেক্ষে ৫ অক্টোবর প্রথম পর্যায়ে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে ফেরায় কর্তৃপক্ষ। ২৬ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগার।

পরে ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আগামী ১০ অক্টোবর থেকে হলে উঠানোর কথা জানায় কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরআইআর/টিআর

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় সশরীরে শ্রেণি কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর