Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ১৮:৩০ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ২০:২৭

ঢাকা: পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, ‘পঞ্চম শ্রেণির পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা নেওয়া আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা হিসেবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে এই পরীক্ষা বাতিল হবে।’

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নিলেও সিলেবাস শেষ হলে নিজ নিজ ক্লাসে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। বার্ষিক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতেই শিক্ষার্থীরা পরের ক্লাসে উত্তীর্ণ হবে।’

এই প্রস্তাব পাঠানোর আগেই অবশ্য পঞ্চম শ্রেণির পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী সম্মতি দিলেই এটি পুরোপুরি ভাবে কার্যকর করা হবে। সেক্ষেত্রে এই পরীক্ষা থাকবে কি না- এই সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যে জানানো হতে পারে।

করোনা মহামারির বন্ধের কারণে গেল বছরেও এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ বছর এখন পর্যন্ত পরীক্ষাটি আয়োজনে কোনো আগ্রহ দেখাচ্ছে না সরকার। তবে এসব পরীক্ষার বদলে পুরনো নিয়মে বার্ষিক পরীক্ষা হবে।

সারাবাংলা/টিএস/পিটিএম

টপ নিউজ পিইসি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর