২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে
৭ অক্টোবর ২০২১ ১৭:৪৭ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৮:৩৭
ঢাকা: গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে যা আগের দিন ছিল ২১ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত হয়েছেন ৬৬৩ জন করোনা রোগী, যা আগের দিন ছিল ৭০৩ জন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮২১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৬টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৬টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬১৯টি।
এ সব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২২ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৩২১টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ৭৩ হাজার ৯৮৪টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৬ লাখ ১৭ হাজার ৩৬০টি।
২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ, শনাক্তের হার ৩ এর নিচে
আগের দিন দেশে ৭০৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৬৬৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শনাক্ত, যা আগের দিন ছিল ২ দশমিক ৮৮ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আগের দিন শেষে মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ৭৮ শতাংশ, যা গত ২৪ ঘণ্টা শেষে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮১ শতাংশে।
সুস্থতার হার ৯৭ শতাংশের বেশি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬৪ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনের মধ্যে মোট সুস্থ হলেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন। শনাক্ত সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।
২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুও
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২১ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৬৪৭ জন। সংক্রমণ বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৩০ জন, নারী ৯ হাজার ৯১৭ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মৃত্যুর হার ৬৪ দশমিক ১৩ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৮৭ শতাংশ।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ পাঁচ জনের বয়স ৬১ থেকে ৭০ বছর। এ ছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুইজন, ৭১ থেকে ৮০ বছর বয়সী তিনজন, ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১১ জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।
বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য
বিভাগভিত্তিক মৃতদের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ জন মারা গেছেন চট্টগ্রামে। এ ছাড়া ঢাকায় চারজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন রয়েছেন। বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।
কোয়ারেন্টাইন ও আইসোলেশন সংক্রান্ত তথ্য
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৯৫০ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৭ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে মোট যুক্ত হয়েছেন ১২ লাখ ৫৮ হাজার ১৯৭ জন, কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১১ লাখ ৯৯ হাজার ৩৫১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৮ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যোগ দিয়েছেন ২৭১ জন। এ সময়ে আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩৫৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে যোগ দিয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৬৮০ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৭৮৭ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৩৯ হাজার ৮৯৩ জন।
সারাবাংলা/একে