Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২১ ১৬:৪২ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৬:৪৪

বিধানসভায় শপথ নিচ্ছেন মমতা ব্যানার্জি | সিজিটিএন

ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিধানসভায় উপস্থিত হয়ে মমতা ব্যানার্জিকে শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। একইসঙ্গে, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়কদেরও শপথ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, শপথের আনুষ্ঠানিকতা নিয়ে পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যপালের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। পার্থ বলেন, কোনো বিতর্ক নয় রাজ্যপালকে নিয়ম অনুযায়ী বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করানোর অনুরোধ।

পরে এক টুইটার বার্তায় রাজ্যপাল বলেন, ‘সরকার ও বিধানসভার কার্যধারা এবং অনুশীলনে আইনের ভুল ধারণা দৃশ্যতই উদ্ভূত। এখনও উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি রয়েছে। বিষয়টি সঠিক মাধ্যমে আমার কাছে এলে এবং ১৮৮ ধারা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে, তা করা হবে।’

অবশ্য রাজ্যের প্রস্তাবে পরে সায় দেন রাজ্যপাল। তিনি নিজেই টুইট করে জানিয়ে দেন, বিধানসভার অধিবেশন কক্ষে গিয়ে মমতাসহ তিন নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। সেই অনুযায়ী আজ তিন বিধায়ককে শপথবাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হলো।

সারাবাংলা/একেএম

টপ নিউজ বিধায়ক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী শপথ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর