Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে ডুবেছে আবুল খায়ের গ্রুপের জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ১৬:২৭

ফাইল ছবি: চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের সীমানায় আবুল খায়ের গ্রুপের একটি জাহাজ ডুবে গেছে। জাহাজটি স্ক্র্যাপবোঝাই ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে বঙ্গোপসাগরে পতেঙ্গা সৈকতের কাছে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানান, বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি টিটো-সেভেন ডুবে যায়। তবে জাহাজের নাবিকরা সবাই নিরাপদে আছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘সাগর কিছুটা রাফ আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরেব জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে পানি ঢুকে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। আমাদের একটি টিম দুর্ঘটনার কারণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছে। নাবিকদের কোনো ক্ষতি হয়নি।’

দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানান সচিব।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর