‘উন্নয়ন এবং মানুষের কল্যাণে শেখ হাসিনার অবদান যুগান্তকারী’
৭ অক্টোবর ২০২১ ১৫:৫০
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি ও আদর্শের প্রশ্নে পিতার মতোই অবিচল, দৃঢ় ও সাহসী। তিনি দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে যুগান্তকারী অবদান রেখে চলেছেন। ইতোমধ্যে দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে।’
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় স্যানিটেশন মাসের কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, স্যানিটেশন আন্দোলনের ফলে গ্রামে, ‘ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে নিরাপদ থাকা সম্ভব হবে না। পয়:বর্জ্য থেকে শুরু করে সব ধরনের ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে। পরিবেশটা সবার, তাই পরিবেশের বিপর্যয় কখনও হতে দেওয়া যাবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
সভাপতির বক্তব্যে মেয়র হাছিনা গাজী বলেন, ‘বস্ত্র ও পাটমন্ত্রীর সার্বিক সহযোগিতায় তারাবো পৌরসভায় একের পর এক উন্নয়ন হচ্ছে। তারাবো পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীর সম্মিলিত প্রচেষ্টায় পৌরসভায় শতভাগ স্যানিটেশন অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করছি।’
দেশ ও সমাজকে ভালবেসে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে হাছিনা গাজী বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সবাইকে নিজের অফিস ও বাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে। দেশের মানুষকে মশার হাত থেকে রক্ষা করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জিওবি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের প্রকল্প পরিচালক ইহতেশামুল রাসেল খান, ইউনিসেফ বাংলাদেশ এর স্পেশালিষ্ট শফিকুল আলম, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, আক্তার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান জাকারিয়া, বিএম আতিকুর রহমান, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম মনির, মাহফুজা আক্তার, লায়লা পারভীন ও জোসনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল সহ আরও অনেকে।
সারাবাংলা/একেএম