Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি’র শিক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ১৫:৩৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৫:৪০

তানভীর আলম তুষার, ছবি: সংগৃহীত

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তানভীর আলম তুষার নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

বেরোবি’র অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নীরব ও তুষারের বন্ধু সঞ্জয় কুমার সাঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে সঞ্জয় কুমার সাঞ্জু বলেন, বৃহস্পতিবার সকালে তানভীরের মা আমাদের সহপাঠীদের তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তুষারের বাবা জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) সকাল তুষারকে ডাকতে গেলে জানালা দিয়ে তার লাশ ঝুলে থাকতে দেখি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, তুষার বাজি ধরতো। এ কারণে তার কাছে অনেকে টাকা পেতো। এসব কারণে সে প্রতিদিন টাকা চাইতো। কিন্তু সে বাজি খেলতো বলে তাকে কোনো টাকা দিতাম না। এ নিয়ে প্রায় প্রতিদিনই তার সঙ্গে তর্ক হতো। সব শেষে তার ল্যাটপটিও বিক্রি করে দিয়েছে। আর আজ সে আত্মহত্যা করল।

রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় তুষারের বাড়ি। এর আগে গতকাল বুধবার (৬ অক্টোবর) রাতে তানভীর আলম তুষার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে সে লিখেছে, ‘চিরদিনের জন্য চলে যাচ্ছি (I QUIT for ever)।’

সারাবাংলা/এনএস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর