৩ দিন ইন্টারনেট না থাকলে বিল নয়: বিটিআরসি
৭ অক্টোবর ২০২১ ১৫:০২ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৭:২৫
ঢাকা: ব্রডব্যান্ড সংযোগে টানা তিন দিন ইন্টারনেট না থাকলে গ্রাহককে ওই মাসের জন্য বিল না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এক দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে ওই মাসের বিলের অর্ধেক আর টানা দুই দিন ইন্টারনেট না থাকলে ওই মাসের বিলের ২৫ শতাংশ নিতে হবে।
‘এক দেশ, এক রেট’ এর আওতায় মঙ্গলবার (৫ অক্টোবর) এমন নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এ ব্যাপারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, দেশে প্রথমবারের মতো গত ৬ জুন ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বোচ্চ দাম ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ থেকে ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস’র দাম ১১০০ থেকে ১২০০ টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট রয়েছে। সেদিন থেকেই সারাদেশে এক রেটে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ শুরু হয়েছে বলে সরকারি কর্তৃপক্ষ।
সারাবাংলা/ইএইচটি/একেএম