ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৭ অক্টোবর ২০২১ ১৪:৩৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৬:৪৩
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নতুন পাড়া এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের এনজিও কর্মী শাহদাত হোসেন (২৮) এবং ওই উপজেলার মানক্রিয়া জগদল গ্রামের সনজিব (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রোমার পরিবহনের একটি বাস শ্যামলী পরিবহনের বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা দুইটি মটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ওসি তানভিরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল এলাকার নতুন পাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে যাওয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সারাবাংলা/এসএসএ